- বাংলাদেশ
- ডাটা সুরক্ষা আইনের খসড়া নিয়ে ঢালাও মন্তব্য ঠিক হয়নি
ডাটা সুরক্ষা আইনের খসড়া নিয়ে ঢালাও মন্তব্য ঠিক হয়নি
মার্কিন রাষ্ট্রদূতের উদ্দেশে আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি
ডাটা (উপাত্ত) সুরক্ষা আইনের খসড়া নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ আইনের বিষয়ে ফের স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। কোনো অসুবিধা যদি এই খসড়া আইনে থেকে থাকে, আলোচনার মাধ্যমে তা সংশোধন করা হবে। খসড়া নিয়ে ঢালাও মন্তব্য করা ঠিক হয়নি। সোমবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ‘১১তম ওরিয়েন্টেশন কোর্স’-এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে রোববার ঢাকায় এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন, ‘ডাটা সুরক্ষা আইন পাস হলে অনেক মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে।’ এ বিষয়টি আইনমন্ত্রীর নজরে আনা হলে তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে ডাটা সুরক্ষা আইন প্রতিটি দেশের থাকা প্রয়োজন। সেটা তিনিও (পিটার হাস) বলেছেন। ফলে ডাটা সুরক্ষা আইন পাস হলে অনেক মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে চলে যাবে- ঢালাওভাবে এমন কথা বলা থেকে সবাই বিরত থাকবেন বলে আশা করি।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা দিয়ে কারামুক্ত হয়েছেন- সংসদে আওয়ামী লীগের সদস্য শেখ ফজলুল করিম সেলিমের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘আমার যতদূর মনে পড়ে এমন কথা আবেদনে ছিল না। তবে পত্রিকার মাধ্যমে জেনেছি, তাঁর (খালেদা জিয়া) ভাই শামীম এস্কান্দার বিএনপিকে বলেছেন, রাজনৈতিক কর্মসূচিগুলোতে খালেদা জিয়াকে যেন জড়িত না করা হয়। সেক্ষেত্রে কেউ (শেখ সেলিম) যদি এমন বক্তব্য দিয়ে থাকেন, তাহলে খুব একটা ভুল বক্তব্য দেননি।’
এর আগে বিচারকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ‘বিচারাধীন মামলার জট কমিয়ে আনা বিচার বিভাগের জন্য অন্যতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিচারকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার।
মন্তব্য করুন