- বাংলাদেশ
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা, স্বামীর যাবজ্জীবন
তালাকপ্রাপ্ত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা, স্বামীর যাবজ্জীবন

ফাইল ছবি
ঝিনাইদহের হরিণাকুণ্ডে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা মামলায় ঠান্ডু মন্ডল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঠান্ডু মন্ডল শহরের বৃত্তিরপোল এলাকার বাবর আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ এপ্রিল সন্ধ্যায় তালাকপ্রাপ্ত স্ত্রী লিপা খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন ঠান্ডু মন্ডল। এ ঘটনায় ওইদিন রাতে ঠান্ডুসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন লিপার পিতা ফজলু মন্ডল। এতে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ নভেম্বর ৩ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে এ দণ্ডাদেশ দেন আদালত। এ সময় মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়।
মন্তব্য করুন