- বাংলাদেশ
- উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসে অ্যালামনাই কানেক্ট ওয়ান
উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসে অ্যালামনাই কানেক্ট ওয়ান

ছবি: সৌজন্য
উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল স্কুল অব বিজনেসের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই কানেক্ট ওয়ান শিরোনামে একটি অনুষ্ঠান।
গত ৩ ফেব্রুয়ারি শুক্রবার উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. এ এস এম শাহাবুদ্দিন।
এই অনুষ্ঠানে উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস থেকে পড়াশোনা শেষ করে যারা বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি খাতে মেধার স্বাক্ষর রেখে নিজেদের অবস্থানকে দৃঢ় করতে সক্ষম হয়েছেন এবং দেশ ও জাতিকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে নিজেদের মেধাকে কাজে লাগাচ্ছেন-এ রকম প্রায় ৩০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।
অ্যালামনাই কানেক্ট অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তরা ইউনিভার্সিটির প্রাক্তন ও সাকসেসফুল শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও সাফল্য বর্তমানদের সামনে তুলে ধরেন।
এ ধরনের আয়োজনের মাধ্যমে উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস সব সময় চেষ্টা করে যাচ্ছে বর্তমান শিক্ষার্থীরা যাতে অনুপ্রাণিত হয় এবং ফ্রেশাররা যাতে বুঝতে সক্ষম হয়, কী করে সাফল্য অর্জন করতে হবে এবং কীভাবে দেশ গড়ার কাজে নিজেকে সংযুক্ত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটি অ্যাডভাইজার অ্যাডমিশন অ্যান্ড প্রমোশন আবিদ আজিজ এবং কাজী তারেক উল্লাহ চেয়ারম্যান স্কুল অব বিজনেস, উত্তরা ইউনিভার্সিটি। সংবাদি বিজ্ঞপ্তি।
আরও পড়ুন
মন্তব্য করুন