- বাংলাদেশ
- রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৬০ শতাংশ, এগিয়ে মেয়েরা
রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৬০ শতাংশ, এগিয়ে মেয়েরা

ফল প্রকাশের পর রাজশাহী কলেজের শিক্ষার্থীদের আনন্দ উল্লাস। ছবি: শরিফুল ইসলাম তোতা
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা।
আজ বুধবার এ তথ্য জানিয়েছেন রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম।
তিনি বলেন, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরাই এগিয়ে। ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ ও মেয়েদের ৮৫ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৯৫৭ জন ছাত্রী। আর ৯ হাজার ৮৯৮ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন।
এ বছর রাজশাহী বোর্ডে এক লাখ ২৯ হাজার ৪২৩ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করলেও অংশ নেন এক লাখ ২৬ হাজার ৭০০ জন। এদের মধ্যে পাস করেছেন এক লাখ তিন হাজার ৩৮৫ জন। ২০১ কেন্দ্রে ৭৫১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। ৩১টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। আর নয়টি কলেজের একজনও পাস করেননি।
আজ দুপুর পৌনে ১২টায় কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করেন।
এর আগে বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা স্ব স্ব বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
গত ৬ নভেম্বর সারা দেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের বেশি।
যেভাবে ফল সংগ্রহ করা যাবে
ওয়েবসাইট: ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboardresults.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এছাড়া (www.dhakaeducationboardresults.gov.bd) ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এসএমএসের মাধ্যমে যেভাবে ফল সংগ্রহ: পরীক্ষার ফল প্রকাশের পর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
অর্থাৎ প্রথমে HSC লিখে বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর), রোল, বছর টাইপ করে করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। বোর্ডের নাম পরিবর্তন করে অন্য শিক্ষা বোর্ডগুলোর ফলও এভাবে জানা যাবে।
যেমন—HSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।
মন্তব্য করুন