- বাংলাদেশ
- মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৫৬
মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৫৬

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের আলীম (এইচএসসি সমমান) পরীক্ষায় সারাদেশে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। এ বোর্ডে ৯০ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী আলীম পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮৩ হাজার ৫৫৩ জন। আর সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন।
২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ হয়েছে। এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।
ফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে গতবারের চেয়ে এবার এগিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তবে পাসের হারে এবার শীর্ষে আছে কারিগরি শিক্ষা বোর্ড।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ জানান, ফলাফলে তিনি সন্তুষ্ট।
প্রকাশিত ফলে দেখা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবার দ্বিতীয় অবস্থানে রয়েছে। তাদের পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ১ শতাংশ। পাসের হারে তৃতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। ৯০ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন এই বোর্ডে।
এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলে ছাত্রদের পাসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ, ছাত্রীদের ৮৭ দশমিক ৪৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী।
অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন।
আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন। বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষাসচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেনসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন