- বাংলাদেশ
- এইচএসসিতে পাসের হারে এগিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা
এইচএসসিতে পাসের হারে এগিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

এইচএসসিতে ফল ভালো হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের উল্লাস। রাজশাহী কলেজ থেকে তোলা ছবি - শরিফুল ইসলাম তোতা
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হারে এগিয়ে আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগ থেকে এবার সারাদেশে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ৯১ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী।
২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ হয়। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলে ছাত্রদের পাসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ, ছাত্রীদের ৮৭ দশমিক ৪৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী।
ফল বিশ্লেষণে দেখা গেছে, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে মোট ২ লাখ ৩৭ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাস করেন ২ লাখ ১৮ হাজার ৬০ জন। পাসের হার ৯১ দশমিক ৬৭ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৮৩২ জন। এদের মধ্যে পাস করেন ১ লাখ ১৪ হাজার ৬০৫ জন। পাসের হার ৯১ দশমিক ০৮ শতাংশ। অন্যদিকে বিজ্ঞান বিভাগ থেকে ১ লাখ ১২ হাজার ৩৩ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাস করেন ১ লাখ ৩ হাজার ৪৫৫ জন। পাসের হার ৯২ দশমিক ৩৪ শতাংশ।
পাসের হারে দ্বিতীয় স্থানে আছেন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগ থেকে ১ লাখ ৮৪ হাজার ৬৬৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাস করেন ১ লাখ ৫৮ হাজার ৭৯৮ জন। পাসের হার ৮৫ দশমিক ৯৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৩৭২ জন। এদের মধ্যে পাস করেন ৮৯ হাজার ৭০৯ জন। পাসের হার ৮৪ দশমিক ৩৪ শতাংশ। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৮ হাজার ২৯৭ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাস করেন ৬৯ হাজার ৮৯ জন। পাসের হার ৮৮ দশমিক ২৪ শতাংশ।
মানবিক বিভাগ থেকে ৫ লাখ ৪৬ হাজার ৮০৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাস করেন ৪ লাখ ৪০ হাজার ৩৭২ জন। পাসের হার ৮০ দশমিক ৫৪ শতাংশ। মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৩১৬ জন। এদের মধ্যে পাস করেন ১ লাখ ৮৫ হাজার ৬৮৫ জন। পাসের হার ৭৬ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে মানবিক বিভাগ থেকে ৩ লাখ ৪ হাজার ৪৮৮ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাস করেন ২ লাখ ৫৪ হাজার ৬৮৭ জন। পাসের হার ৮৩ দশমিক ৬৪ শতাংশ।
প্রকাশিত ফলে দেখা গেছে, পাসের হারে প্রথম অবস্থানে আছে কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ১ শতাংশ। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারে তৃতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। ৯০ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন এই বোর্ডে।
এদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন।
আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন। বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষাসচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেনসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন