- বাংলাদেশ
- ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে শতভাগ পাস, ৮৪% জিপিএ-৫
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে শতভাগ পাস, ৮৪% জিপিএ-৫

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। ছবি: সমকাল
এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। চলতি বছর কলেজ থেকে ২ হাজার ১৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৩৪৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৯১ জন এবং মানবিক বিভাগ থেকে ১৭৯ জনসহ মোট ১ হাজার ৮১৪ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। কলেজের ৮৪ শতাংশ পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
এছাড়া কলেজ থেকে অংশ নেওয়া সবাই কৃতকার্য হয়েছেন। পরীক্ষার্থীদের এমন সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা খুশি।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ নয়ন বলেন, ‘শিক্ষার্থীদের এমন সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। সব পরীক্ষার্থী কলেজের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। নিয়মিত পাঠদান ও তদারকি, শিক্ষকমন্ডলীর আন্তরিকতা ও শিক্ষার্থীদের চেষ্টায় এ সাফল্য অর্জন করেছি। সুষ্ঠু পরিকল্পনা, কঠোর শৃঙ্খলা এবং অধ্যবসায় আমাদের এগিয়ে চলার মূল চাবিকাঠি ‘
জিপিএ-৫ পাওয়া তাসফিন আজাদ বলেন, ‘এই জিপিএ-৫ অর্জন আমার জীবনে সেরা প্রাপ্তি। বাবা-মায়ের প্রত্যাশা পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি সবার কাছে কৃতজ্ঞ।’
অভিভাবক জনাব মাকসুদুর রহমান বলেন, ‘মানবিক বিভাগ থেকে আমার ছেলে এবার ‘এ’ প্লাস পেয়েছে। এসএসসিতে তার জিপিএ ছিল ৪.০০। ছেলের এই ভালো ফলের পুরো কৃতিত্ব কলেজের শিক্ষকদের। আমার ছেলেটা পড়াশোনায় অতোটা মনযোগী ছিল না। কিন্তু তাকে পাঠে মনযোগী করে ভালো ফলাফলে সহায়তা করেছেন তার শিক্ষকরা।’
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘২০১০ সালে এ কলেজটি প্রতিষ্ঠা করি। এলাকাবাসীর সহযোগিতা, শিক্ষকমন্ডলীর আন্তরিকতার সঙ্গে পাঠদান আর শিক্ষার্থীদের পরিশ্রমে এমন সাফল্য এসেছে।’
মন্তব্য করুন