- বাংলাদেশ
- বইমেলায় আদর্শকে স্টল বরাদ্দের নির্দেশ হাইকোর্টের
বইমেলায় আদর্শকে স্টল বরাদ্দের নির্দেশ হাইকোর্টের

বাংলা একাডেমির আপত্তি থাকা তিনটি বই প্রদর্শন ও বিক্রি না করার শর্তে অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারিসহ বাংলা একাডেমিকে এই আদেশ দেন।
এর আগে ওই তিনটি বই এবারের মেলায় বিক্রি বা প্রদর্শন করা হবে না- এমন মুচলেকা হাইকোর্টে জমা দেয় আদর্শ প্রকাশনী।
যে তিনটি বইয়ের ব্যাপারে আপত্তি উঠেছে সেগুলো হলো- ফাহাম আবদুস সালামের লেখা 'মিডিয়োক্রিটির সন্ধানে', জিয়া হাসানের 'উন্নয়ন বিভ্রম' এবং ফয়েজ আহমদ তৈয়্যবের লেখা 'অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা'। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। আদর্শ প্রকাশনীর করা রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক।
গত ২ ফেব্রুয়ারি আদর্শকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুবুর রহমান রিটটি করেন। এ নিয়ে গত মঙ্গলবার প্রাথমিক শুনানির পর উল্লিখিত তিনটি বই বিক্রি ও প্রদর্শন না করার শর্ত-সংক্রান্ত মুচলেকা দাখিল করতে আদর্শ প্রকাশনীকে নির্দেশ দেন হাইকোর্ট।
চট্টগ্রাম বইমেলায়ও স্টল পায়নি আদর্শ: চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে বইমেলাতেও স্টল বরাদ্দ পায়নি আদর্শ প্রকাশনী। আজ থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে শুরু হওয়া বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের ১০৮টি প্রকাশনা সংস্থা স্টল বরাদ্দ পেয়েছে।
আয়োজক কমিটির আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, স্টল বরাদ্দ ও বই বাছাইয়ের দায়িত্বে ছিলেন সৃজনশীল প্রকাশক পরিষদ নেতারা। কেন আদর্শকে স্টল বরাদ্দ দেওয়া হয়নি তারা ভালো বলতে পারবেন। তবে ধারণা করছি, বাংলা একাডেমি তাদের বইমেলায় স্টল বরাদ্দ না দেওয়ায় এখানেও আদর্শকে দেওয়া হয়নি।
এ বিষয়ে চট্টগ্রাম প্রকাশনা পরিষদের সাধারণ সম্পাদক এবং মেলার স্টল বরাদ্দ কমিটির সচিব আলী প্রয়াস বলেন, ঢাকার ৮৯টি প্রকাশনা সংস্থা এবারের বইমেলায় স্টল বরাদ্দ চেয়ে আবেদন করেছিল। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় ৩৯টি প্রকাশনা সংস্থাকে স্টল বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তা ছাড়া জাতীয় পর্যায়ে যেহেতু আদর্শকে নিয়ে কথা উঠেছে, তাই বিতর্ক এড়াতে এখানেও তাদের স্টল দেওয়া হয়নি।
আদর্শের প্রকাশক মাহবুবুর রহমান বলেন, বাংলা একাডেমির স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত যে অবৈধ ছিল সেটি আদালতের রায়ের মাধ্যমে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। এখন স্টল বরাদ্দ দিতে আর কোনো বাধা নেই। এখন যদি স্টল বরাদ্দ দেয় তাহলে চট্টগ্রামের বইমেলায় অংশগ্রহণ করবে আদর্শ।
মন্তব্য করুন