- বাংলাদেশ
- পবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন অব্যাহত
পবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন অব্যাহত

আন্দোলনে পবিপ্রবির কর্মকর্তা-কর্মচারী - সমকাল
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের দাবি বাস্তবায়নের বিষয়ে সমাধানে পৌঁছতে পারেনি কর্তৃপক্ষ। গত সোমবার উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত আন্দোলনকারী তিন সংগঠনের ছয়জন প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন।
বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইদুর রহমান জুয়েল বলেন, উপাচার্য তাদের ডেকে আলোচনা করে আন্দোলন বন্ধ করতে বলেন। কিন্তু কোনো সমাধান না দেওয়ায় আন্দোলন অব্যাহত রেখেছেন তারা।
৬ দফা দাবিতে গত ৩০ জানুয়ারি থেকে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন। পরে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের ঐক্য পরিষদ ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ। তাদের লাগাতার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
মন্তব্য করুন