- বাংলাদেশ
- বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক। ফাইল ছবি
বিএনপির পদযাত্রা কর্মসূচির কারণে রাজধানীবাসী দুর্ভোগে পড়ছেন জানিয়ে দলটির নেতাদের উদ্দেশে ঢাকা মহানগর কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেছেন, সড়ক দখল না করে রাজধানীর বড় বড় মাঠগুলোয় কর্মসূচি পালন করুন।
বুধবার ডিএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গ্যাস, বিদুৎসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা বাস্তবায়নে গত ২৮ জানুয়ারি থেকে বিএনপি ঢাকায় পদযাত্রা কর্মসূচি শুরু করে। ধাপে ধাপে বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করছেন দলটি। আজ বৃহস্পতিবার দুপুরে গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে শুরু হয়ে কমলাপুর-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে পদযাত্রা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।খন্দকার গোলাম ফারুক বলেন, বৃহস্পতিবার সরকারি কর্মদিবস ও সপ্তাহের শেষ দিন হওয়ায় মানুষ অফিস ছুটির পর বাড়ি-ঘরে যাবে। এ কর্মসুচির ফলে জনগণ চরম দুর্ভোগে পড়বেন। যানজটের যে প্রভাব পড়বে তা নিরসন করতে রাত হয়ে যেতে পারে। তিনি বলেন, এ কর্মসূচি তাদের বিবেকের ওপর ছেড়ে দিলাম। তবে এ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন