- বাংলাদেশ
- আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ: আইজিপি
আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ: আইজিপি

থানাকে জনগণের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার জন্য পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, ইউনিট কমান্ডারদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
যশোর পুলিশ লাইন্সে গতকাল মঙ্গলবার বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ প্রদান করেন।
আইজিপি বলেন, পুলিশের সেবা প্রদানের মূল কেন্দ্র থানা। নাগরিকরা যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং সেবা গ্রহণ করতে পারেন সেজন্য আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। থানায় নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীদের সহজে সেবা প্রদানের লক্ষ্যে বিশেষ ডেস্ক স্থাপন করা হয়েছে।তিনি বলেন, উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের উপযোগী স্মার্ট পুলিশ গঠনের যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। আমাদেরকে মানুষের কাছাকাছি যেতে হবে। প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণের মাধ্যমে বঙ্গবন্ধুর জনগণের পুলিশ হওয়া জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
পুলিশ প্রধান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতিতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে আমরা সবাই একযোগে কাজ করেছি বলেই দেশে আজ স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে।
মন্তব্য করুন