জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন। এদিন শুনানির সময় আদালত বলেন, দেবর-ভাবির দ্বন্দ্ব মীমাংসা করলেই তো আদালতে আসতে হয় না।

এরআগে জাপা থেকে বহিষ্কৃত সাবেক এমপি জিয়াউল হক মৃধার আইনজীবী হেলাল উদ্দিন গত বুধবার এ আবেদন করেন। এ সময় আদালতকে তিনি বলেন, হাইকোর্টের আদেশের পর দায়িত্ব পেয়েই এলোমেলো কথা শুরু করেছেন জি এম কাদের।

গত ৫ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের কাজ চালিয়ে যেতে পারবেন বলে নিম্ন আদালতের রায় স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট।

গত ১৯ জানুয়ারি এক রায়ে গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন ঢাকার আদালত। পরে ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই আদালতের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর মৃধাকে জাতীয় পার্টি প্রধানের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।