- বাংলাদেশ
- পশ্চিমা ৯ দেশ গণমাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষণ করবে
পশ্চিমা ৯ দেশ গণমাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষণ করবে

বাংলাদেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, তা পর্যবেক্ষণ করবে ঢাকাস্থ বন্ধু এবং উন্নয়ন সহযোগী ৯ দেশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং সুইজারল্যান্ডের কূটনীতিকরা এ নিয়ে নিয়মিত পর্যালোচনা বৈঠক করবেন। ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার সমন্বয় সভা করেন ওই দেশগুলোর প্রতিনিধিরা। সভা থেকেই এ ধরনের পর্যবেক্ষণের ঘোষণা আসে। মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) নামে একটি বৈশ্বিক জোটের সদস্য ওই ৯ দেশের কূটনীতিকরা গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। মার্কিন দূতাবাসের উপরাষ্ট্রদূত মিশন হেলেন লাফেইভ ঢাকায় এমএফসির কূটনৈতিক নেটওয়ার্ক উদ্যোগ চালুর জন্য এবং সংবাদপত্রের স্বাধীনতার সমর্থনের জন্য উপস্থিত প্রতিনিধিদের ধন্যবাদ জানান। সুশীল সমাজের সদস্য ও সাংবাদিকরা ঢাকার উদ্বোধনী বৈঠকে উপস্থিত হয়ে গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত তাঁদের কাজের অভিজ্ঞতার কথা জানান।
উপস্থিত প্রতিনিধিরা গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, অনলাইন নিউজ পোর্টালের সেন্সরিং এবং সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানোর সাম্প্র্রতিক ঘটনাসহ বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত উন্নয়ন নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থনে গণমাধ্যম, সুশীল সমাজ, সরকার এবং সংশ্নিষ্টদের সঙ্গে এখন থেকে বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা করবে এমএফসি।
এটি একটি আন্তঃআঞ্চলিক অংশীদারিত্ব যা অনলাইন এবং অফলাইনে মিডিয়ার স্বাধীনতার সমর্থনে একসঙ্গে কাজ করে। সাংবাদিক ও মিডিয়া কর্মীদের নিরাপত্তাকে সমর্থন এবং যারা গণমাধ্যমের কাজকে সংকুচিত করার অপচেষ্টা চালায় তাদের জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে। ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক ইনিশিয়েটিভ বিশ্বের বিভিন্ন দেশের সদস্যদের নিয়ে গঠিত। ২০১৯ সালের জুলাইয়ে গ্লোবাল কনফারেন্সে এমএফসি প্রতিষ্ঠিত হয়। এ উদ্যোগের সঙ্গে রয়েছে ৬ মহাদেশের ৫০টিরও বেশি রাষ্ট্র।
মন্তব্য করুন