- বাংলাদেশ
- ‘তোমরা যেন অন্যের অমঙ্গলের কারণ না হও’
‘তোমরা যেন অন্যের অমঙ্গলের কারণ না হও’
নবীন-বরণ অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নাজিরহাট কলেজে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির নবীন-বরণ অনুষ্ঠান
শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এসো আমরা আমাদের আগামীর পথচলায় সংস্কৃতিকে সঠিকভাবে ধারণ করি। যার যার ধর্ম ঠিক রাখি। তোমরা যেন অপরের কাছে অমঙ্গলের না হও। বৃহস্পতিবার চট্টগ্রামে নাজিরহাট কলেজে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের প্রতিদিন নির্দিষ্ট সময়জুড়ে অবশ্যই পাঠ্যবই পড়তে হবে। টেক্সট বই পড়তে হবে। এই বই পড়ার সঙ্গে কোনো আপস করা যাবে না। আগামী দিনে টিকে থাকতে হলে শুধু বাংলাদেশে তোমার পাশে বসা বন্ধুর প্রতিদ্বন্দ্বী হবে তা নয়। পৃথিবীর অন্যান্য দেশে যে তরুণ তৈরি হচ্ছে, তার সঙ্গে তোমার প্রতিযোগিতা হবে।
নাজিরহাট কলেজের গভর্নিং বডির সভাপতি মাহ্মুদ সালাহ্উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, গভর্নিং বডি'র সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম ও অধ্যাপক কে এম মহিউদ্দীন। শিক্ষর্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ শোয়াইবুল আলম, মো. আজিজ রায়হান, সামিয়া আলম ও জুবাইদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মো. শাহ জামান সরকার, অধ্যাপিকা মোসফেকা চৌধুরী ও অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দীন। অনুষ্ঠানে কলেজ সাংস্কৃতিক ফোরামের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মন্তব্য করুন