কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি ক্যাডেট কলেজ প্রাঙ্গণে পৌঁছলে প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটদের একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাঁকে অভিবাদন জানান। আইএসপিআর।

বক্তব্যের শুরুতেই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেনারেল শফিউদ্দিন আহমেদ। তিনি ক্যাডেট কলেজের উন্নয়ন ও আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণ করেন। এ ছাড়া দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সাফল্য কামনা করেন। এর পর ক্যাডেটদের জন্য নবনির্মিত হাউসগুলো উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান। পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল নজরুল ইসলাম, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মাইনুর রহমান।