- বাংলাদেশ
- ঢাবিতে বেগমগঞ্জ-সোনাইমুড়ী বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
ঢাবিতে বেগমগঞ্জ-সোনাইমুড়ী বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেগমগঞ্জ-সোনাইমুড়ী উপজেলার প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রদান, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘পরম্পরায় আমরা’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগমগঞ্জ-সোনাইমুড়ী উপজেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতি এটি আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি এ এইচ এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক সমিতির (ডুটা) সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, ডুটার সাবেক সভাপতি অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়া।
ঢাবি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার আবদুজ জাহের, অফিসার্স ক্লাবের সহ-সভাপতি সাবেক সচিব কে এম মোজাম্মেল হক, সাবেক সেতুসচিব বেলায়েত হোসেন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর মো. শাহনাওয়াজ টিপু, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, পারটেক্স স্টার গ্রæপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে বেগবান এবং শিক্ষার্থীদের সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই ধরনের মিলনমেলা সকলকে একত্রিত করে ও পরস্পরের মধ্যে বিরাজমান সুসম্পর্ককে আরও দৃঢ় করবে।
অন্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে সহযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি ধারণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সুনাগরিক ও দক্ষ মানব সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হতে উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন