পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে এক তরুণকে থানা থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ লোকজন। শনিবার দেশটির পাঞ্জাব প্রদেশের নানকানা সাহিব শহরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুহাম্মদ ওয়ারিস। তার বয়স বিশের কোঠায়। খবর- বার্তা সংস্থা রয়টার্স।

পাকিস্তান পুলিশের মুখপাত্র মুহাম্মদ ওয়াকাস বলেন, পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ওই তরুণের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ তাঁকে থানায় নিজেদের হেফাজতে নেয়। এরপর বিক্ষুব্ধ লোকজন ওই থানায় হামলা চালান। এ সময় মুহাম্মদ ওয়ারিসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তাঁরা। পরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। ওয়ারিসের শরীর আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মুহাম্মদ ওয়াকাস বলেন, থানায় পুলিশ সদস্যদের সংখ্যা সে সময় কম ছিল। এ কারণে তাঁরা হামলাকারীদের ঠেকাতে পারেননি। তবে তাঁরা মুহাম্মদ ওয়ারিসের শরীরে আগুন দেওয়া ঠেকাতে পেরেছিলেন।