- বাংলাদেশ
- ঢাবির সেই হল ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
সমকালে সংবাদ প্রকাশ
ঢাবির সেই হল ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

অমর একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগকে নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দৈনিক সমকালে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগকে নিজ পদ থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
আজ রোববার ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ইমদাদুল হাসান সোহাগকে (সাধারণ সম্পাদক, অমর একুশে হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) তার স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।’
বিষয়টি নিশ্চিত করে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন সমকালকে বলেন, ‘কয়েকদিন আগে বঙ্গবাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সিদ্ধান্ত মোতাবেক তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সমকালকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে অব্যাহতি দিয়েছে। যেহেতু অমর একুশে হল ঢাবি ছাত্রলীগের অন্তর্গত, সেহেতু ঢাবি ছাত্রলীগ চাইলে তাদের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারে। এ বিষয়ে পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগ চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।’
গত ২ ফেব্রুয়ারি দৈনিক সমকালে ‘ঢাবি হল ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ব্যবসায়ীর’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সমকালে প্রকাশের পর বেশ কয়েকটি প্রথম সারির দৈনিক বিষয়টি সংবাদ প্রকাশ করে।
মন্তব্য করুন