রাজধানীর বিভিন্ন এলাকায় স্থাপিত গ্যাসের পুরোনো প্রিপেইড মিটার খুলে নিচ্ছে তিতাস গ্যাস কোম্পানি। পরিবর্তে নতুন মিটার দিচ্ছে না। মিটার ছাড়াই লাইনে সংযোগ দেওয়া হচ্ছে। এতে গ্যাসের মাসিক খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রাহকরা।

মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকার গ্রাহক মোহসিন বাচ্চু জানান, তার দুই প্রতিবেশীর মিটার খুলে নিয়েছে তিতাস। নতুন মিটার দেয়নি। ব্যালেন্স থাকার কারণে তাঁর মিটার খোলেনি। টাকা শেষ হলে তাঁর মিটারও খোলা হবে বলে তিতাসের লোকজন জানিয়েছেন। তিনি জানান, তাঁর এলাকার ৮ হাজার ৭০০ প্রিপেইড মিটার খুলে নিচ্ছে তিতাস। কিন্তু নতুন মিটারের বিষয়ে কিছু জানানো হচ্ছে না।

সূত্র জানায়, কয়েক বছর আগে একটি কোরিয়ান কোম্পানির কয়েক হাজার মিটার ঢাকার বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছিল। বর্তমানে ওই কোম্পানির সঙ্গে চুক্তি নবায়ন না করায় মিটারগুলো রক্ষাণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না। প্রিপেইড গ্রাহকদের গ্যাসের দাম প্রতি ঘনমিটার ২৮ টাকা। মিটারবিহীন গ্রাহকদের মাসিক বিল দুই চুলা ১ হাজার ৮০ টাকা। পাঁচ সদস্যের একটি পরিবার মাসে ৬০ ঘনমিটার গ্যাস ব্যবহার করে- এমনটি ধরে এই বিল নেওয়া হয়। প্রিপেইড গ্রাহকদের মাসিক ব্যবহার সর্বোচ্চ ৪০ ঘনমিটার। এতে তাঁদের মাসের খরচ পড়ে ৭২০ টাকা। অর্থাৎ মিটারহীন আবাসিক গ্রাহকের চেয়ে মিটারধারী গ্রাহক গ্যাস ব্যবহারে কমপক্ষে ৩৬০ টাকা কম খরচ করেন।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, মিটার না দিয়ে ২৫ লাখ ৫০ হাজার আবাসিক গ্রাহকের কাছ থেকে মাসে ৯২ কোটি টাকা অতিরিক্ত নিচ্ছে তিতাস।