- বাংলাদেশ
- চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন
চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

ফাইল ছবি
চট্টগ্রামের ভুজপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক পাহাড়ি তরুণীকে ধর্ষণের দায়ে মো. রফিক নামে এক মুদি দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর স্পেশাল পিপি এমএ নাসের চৌধুরী জানান, ধর্ষণের মামলায় রফিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৭ সালের ১১ আগস্ট মামলাটি করা হয়েছিল। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আটজনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
২০১৭ সালের ১০ মার্চ বাজার করতে গেলে কোনো লোক না থাকার সুযোগে আসামি দোকানের ভেতরে ভুক্তভোগীকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা গোপন রাখলে ভুক্তভোগীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় রফিক। এরপর তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী পরিবারের কাছে ঘটনা জানালে তাঁর বাবা বাদী হয়ে ফটিকছড়ির ভুজপুর থানায় মামলা করেন।
মন্তব্য করুন