হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও তিন পুলিশ কর্মকর্তা।

আজ বুধবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তারা এ সাক্ষ্য দেন। এ সময় মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পিপি রকিবউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

রকিবউদ্দিন জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার তৎকালীন এএসআই কর্ণ কুমার, শেখ ফরিদ ও মতিউর রহমান আজ সাক্ষ্য দেন।

এর আগে মামলার বাদী (ভুক্তভোগী নারী), পুলিশ কর্মকর্তা, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা, রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীরা এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

আজ সকালে কড়া নিরাপত্তায় মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে নেওয়া হয়। দুপুর ২টার পর সাক্ষ্যগ্রহণ শেষে তাকে ফের কারাগারে নেওয়া হয়। এ মামলায় পরবর্তী শুনানির তারিখ আগামী ২৫ এপ্রিল।

প্রসঙ্গত, ২০২১ সালে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ হন মামুনুল হক। ঘটনার ২৭ দিন পর ওই নারী মামুনুল হকের নামে সোনারগাঁ থানায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করেন।