- বাংলাদেশ
- করোনা জয়ের ফলে বাংলাদেশকে বিশ্ব প্রশংসার চোখে দেখছে: স্বাস্থ্যমন্ত্রী
করোনা জয়ের ফলে বাংলাদেশকে বিশ্ব প্রশংসার চোখে দেখছে: স্বাস্থ্যমন্ত্রী

এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানির বগুড়ায় ইনজেকশন সেফালোস্পোরিন ইউনিটের উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী - সমকাল
করোনা জয়ের ফলে বাংলাদেশকে বিশ্ব প্রশংসার চোখে দেখছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমরা সবাই এখানে মহামারি করোনা যুদ্ধ জয় করে এখানে উপস্থিত হয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা জয় থেকে শুরু করে টিকাদান কার্যক্রম সবই সফলভাবে শেষ হয়েছে। এজন্য সারাবিশ্ব বাংলাদেশকে প্রশংসার চোখে দেখছে।’
আজ বুধবার করোনা মোকাবিলায় অবদান রাখায় বগুড়ায় সম্মুখ সারির ৪৫৩ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘আজকের এই সম্মাননা আপনাদের সবার প্রাপ্য। সারাদেশে চিকিৎসক ও চিকিৎসা-সংশ্লিষ্ট সবাই জীবন বিপন্ন করে কাজ করেছেন।’
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বগুড়া-৬ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলম প্রমুখ।
পরে স্বাস্থ্যমন্ত্রী এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানির বগুড়ায় জীবন রক্ষাকারী ইনজেকশন সেফালোস্পোরিন ইউনিটের উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এসেনসিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল। এ ছাড়া টিএমএসএস পরিচালিত ক্যান্সার সেন্টারও উদ্বোধন করেন মন্ত্রী।
মন্তব্য করুন