- বাংলাদেশ
- রমজান চলে আসায় সিনেমা মুক্তি পেছালেন রোজিনা
রমজান চলে আসায় সিনেমা মুক্তি পেছালেন রোজিনা

অভিনেত্রী রোজিনা
চলতি মাসেই 'ফিরে দেখা' মুক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা। বৃহস্পতিবার রোজিনা সমকালকে জানালেন ছবিটি মুক্তির সিদ্ধান্ত স্থগিত করেছেন তিনি। রমজান চলে আসায় ছবিটি মুক্তির পরিকল্পনা থেকে সরে আসা তার।
সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেন রোজিনা। তার বিপরীতে রয়েছেন ইলিয়াস কাঞ্চন। ছবিটির মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর ক্যামেরার সামনে দাঁড়ান রোজিনা। এতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি এর কাহিনি রচনাও তার।।
ছবিটিতে নিরব-স্পর্শিয়াকেও জুটি হিসেবে দেখা যাবে।
জানা গেছে, মুক্তির জন্য সব প্রস্তুতি নেওয়া ছিল ফিরে দেখার। প্রযোজক সমিতি থেকে মুক্তির তারিখও নেওয়া হয়।
রোজিনা বললেন, 'ফিরে দেখার গল্প মুক্তি যোদ্ধ দিয়ে। তাই প্রযোজক সমিতি থেকে মার্চে মুক্তির ডেটও নেই। কিন্তু মার্চের পরেই রোজা শুরু হবে। তার আগে শবে বরাত রয়েছে। তাই সব মিলিয়ে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছি। সব ঠিক থাকলে রোজার ঈদের পর মুক্তি দেব।'
মন্তব্য করুন