- বাংলাদেশ
- কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়া বীর মুক্তিযোদ্ধার জামিন
কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়া বীর মুক্তিযোদ্ধার জামিন

কোমরে দড়ি বাঁধা বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। ছবি- সংগৃহীত
নরসিংদীতে হাতকড়া ও কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়া বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার জামিন পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসতাক আহমেদ তাঁর জামিন মঞ্জুর করেন।
গত ১০ ফেব্রুয়ারি রাতে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেককে গ্রেপ্তার করে মডেল থানা পুলিশ। শনিবার বিকেলে হাতকড়া ও কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়া হয় তাঁকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাজনীতিবিদরা।
ভুক্তভোগীর ছোট ভাই রহমতউল্লাহ রিকাবদার বলেন, গত শুক্রবার রাতে বিনা পরোয়ানায় বাড়ি থেকে আবু ছালেককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শনিবার বিকেলে গত বছরের নভেম্বর মাসের একটি রাজনৈতিক মামলায় আসামি দেখিয়ে হাতকড়া এবং কোমরে রশি বেঁধে নরসিংদীর আদালতে পাঠায়। ওইদিন আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন