- বাংলাদেশ
- বনানীর কড়াইলের বেলতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
বনানীর কড়াইলের বেলতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ওই বস্তিতে পৌঁছে বুধবার রাত ১১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে রাত ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এখনো নির্বাপন ঘোষণা দেয়নি। সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে। কোনো হতাহত হয়নি। সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে।
মন্তব্য করুন