- বাংলাদেশ
- সৈয়দপুরে আগুনে পুড়ল ৫ ঘর
সৈয়দপুরে আগুনে পুড়ল ৫ ঘর

আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস। ছবি: সমকাল
নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ৫টি ঘর। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের সব মালামাল পুড়ে যায়। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন জাহেদা বেগম, মোহাম্মদ ভলু, মোহাম্মদ উকিল, মোহাম্মদ শরফরাজ ও শাহিন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, তাদের প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, জাহেদা বেগমের বাড়িতে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, আগুনের খবর পেয়ে নীলফামারীর ফায়ার স্টেশন থেকে চারটি ও তারাগঞ্জ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ৫টি বাড়ির সব ও ৭টি বাড়ির আংশিক মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন