- বাংলাদেশ
- এক দিন এগিয়েছে যুব গেমসের মশাল প্রজ্বালন
এক দিন এগিয়েছে যুব গেমসের মশাল প্রজ্বালন

তৃণমূল থেকে ক্রীড়াবিদ খুঁজে করার প্রয়াসের অংশ হিসেবে যুব গেমসের আয়োজন। ২৬ ফেব্রুয়ারি শুরু হবে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব। সেদিন আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ২৪ ফেব্রুয়ারি ছিল গেমসের মশাল প্রজ্বালনের দিনক্ষণ। তবে তা এক দিন এগিয়ে আনা হয়েছে। কারণ, ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন গোপালগঞ্জে। তাই আগের দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে যুব গেমসের মশাল প্রজ্বালন করে ঢাকায় আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সূত্রে।
চূড়ান্ত পর্বের উদ্বোধনী দিনে স্টেডিয়ামে মশাল প্রজ্বালন করবেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী স্প্রিন্টার ইমরানুর রহমান ও সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী কারাতেকা মারজান আক্তার প্রিয়া।
মন্তব্য করুন