- বাংলাদেশ
- শাহজালালে তৃতীয় টার্মিনাল প্রকল্পের ১০ কর্মীকে নিরাপত্তা সনদ ও সম্মাননা
শাহজালালে তৃতীয় টার্মিনাল প্রকল্পের ১০ কর্মীকে নিরাপত্তা সনদ ও সম্মাননা

ফাইল ছবি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের ১০ কর্মীকে সম্মাননা ও নিরাপত্তা সনদ দেওয়া হয়েছে। আজ রোববার দুর্ঘটনামুক্ত কর্মস্থল কামনায় এক দোয়া অনুষ্ঠানে তাঁদের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। তিনি প্রকল্পের নিরাপত্তা কার্যক্রমের প্রশংসা করে বলেন, গুণগত মান বজায় রেখে কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ৬০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে।
বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ও বৃহৎ প্রকল্পগুলোর একটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ও পরামর্শে প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার প্রভাবে যখন সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, তখনও প্রধানমন্ত্রীর নির্দেশনায় তৃতীয় টার্মিনাল নির্মাণকাজ একদিনের জন্যও থেমে থাকেনি। এজন্য বেবিচক চেয়ারম্যান সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে প্রশংসনীয় ভূমিকা রাখায় প্রকল্পের বিভিন্ন বিভাগের ১০ কর্মীকে নিরাপত্তা সনদ বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, প্রধান প্রকৌশলী আবদুল মালেক, প্রকল্প পরিচালক এ কে এম মাকসুদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন