- বাংলাদেশ
- বঙ্গোপসাগরে নিখোঁজ ৯ জেলের মধ্যে ৪ জন উদ্ধার
বঙ্গোপসাগরে নিখোঁজ ৯ জেলের মধ্যে ৪ জন উদ্ধার

আহত জেলেদের উদ্ধার করছেন কোস্টগার্ডের সদস্যরা। ছবি-সমকাল
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির পর ৯ জন জেলেকে সাগরে নিক্ষেপের ঘটনায় ৪ জনকে উদ্ধার করা হয়েছে।
রোববার রাত ৮টার দিকে সাগরের বড় বয়া নামক স্থানে এফবি মা মরিয়ম নামের একটি মাছ ধরার ট্রলারের জেলেরা সমুদ্র থেকে তাদের উদ্ধার করে। পরে পাথরঘাটা কোস্টগার্ডের কাছে তাদের হস্তান্তর করে জেলেরা।
সোমবার বেলা ১১টার দিকে জেলেদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাথরঘাটা স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যায় কোস্টগার্ড। উদ্ধার হওয়া জেলেরা হচ্ছে- মো. ইয়াছিন জোমাদ্দার (৪০), শফিকুল ইসলাম (৪৭), আ. হাই (৩৭) ও জামাল হোসেন (৪০)।
জেলেদের মধ্যে ইয়াছিন জোমাদ্দার জানান, গত ১৮ ফেব্রুয়ারি রাত ২টার দিকে জলদস্যুরা ৯ জেলেকে মারধর করে সাগরে নিক্ষেপ করে। এরপর তারা জালের ফ্লোট ধরে ভাসতে থাকেন। এই ৯ জনের মধ্যে যারা জলদস্যুদের মারধরে বেশি আঘাত প্রাপ্ত ছিলেন তার ফ্লোট ধরে রাখতে পারেনি। তারা সাগরে ভেসে গিয়েছেন। ওই জেলেরা বেচে আছে কি না তাও তারা জানেন না।
তিনি জানান, রোববার রাত ৮টার দিকে যখন জেলেরা সাগরে জাল ফেলছিল তখন ওই জালের আচল ধরে ভাসতে ভাসতে ট্রলারে কাছে গিয়ে ডাক চিৎকার দিলে তাদের ৪ জনকে উদ্ধার করে এফবি মা মরিয়ম ট্রলারের মালিক মাকসুদ মাঝি। পরে র্যাব ও কোস্টগার্ডের যৌথ উদ্ধারকারী দলকে খবর দিলে তাদের উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে যায়।
ভোলা দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেনেন্ট হাসান মেহেদী জানান, সাগরে নিক্ষিপ্ত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড দক্ষিণ জোনের ৪টি স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে আজ সকাল ৯টার সময় ৪ জেলেকে তারা সাগর থেকে উদ্ধার করে। জেলেদেরকে তাদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার গভীর রাতে বরগুনার পাথরঘাটা থেকে সাগরে মাছ ধরতে যাওয়ার পথে এফবি ভাই ভাই নামের একটি ট্রলার বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় ডাকাতের কবলে পড়ে। এ সময় জলদস্যুরা ডাকাতির পর ৯ জেলেকে মারধর করে সাগরে ফেলে দেয়। এখন পর্যন্ত কাইউম জোমাদ্দার (৩৫), আবুল কালাম (৫৮), খাইরুল ইসলাম (৪০), আবদুল আলীম (৫৫) এবং ফরিদ (৩৮) নামের ৫ জেল নিখোঁজ রয়েছেন।
মন্তব্য করুন