- বাংলাদেশ
- সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: বদিউল আলম মজুমদার
সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: বদিউল আলম মজুমদার

দ্য হাঙ্গার প্রজেক্টের ব্রেভ প্রকল্পের মেলায় বর্ণাঢ্য র্যালি। ছবি-সমকাল
দেশের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে আছে বলে মন্তব্য করেছেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত রাজনৈতিক কারণে কিংবা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাদের শান্তি-সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে। তাই সব শুভ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বৈচিত্র্যময়তাকে ধারণ ও চর্চার মাধ্যমে আমাদের তরুণরাই পারে সম্প্রীতির বাংলাদেশ গড়তে।'
মেলার মাধ্যমে বাগেরহাটে একদল তরুণ, ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দারুণ উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। এই তরুণদের কাছ থেকে সবাই শিক্ষা গ্রহণ করে রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দ্য হাঙ্গার প্রজেক্টের ব্রেভ প্রকল্প এই বৈচিত্র্য মেলার আয়োজন করেছে। এতে বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে সমাজের নানা চিত্র, ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সব ধর্ম-বর্ণ ও মতের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। ব্রেভ জেলা কমিটির সভাপতি এস কে হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরিফুল ইসলাম, সহিংস উগ্রপন্থা নিরসন কমিটির সাধারণ সম্পাদক সেলিম আজাদ, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বাশিরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন প্রমুখ। মেলা উদ্বোধনের পর বিভিন্ন ধর্মীয় নেতাসহ নানা শেণি-পেশার মানুষ নিয়ে শোভাযাত্রা বের হয়।
মন্তব্য করুন