- বাংলাদেশ
- পারমাণবিক যুদ্ধের ‘ব্যাপক ঝুঁকির’ মুখে বিশ্ব: আইক্যান
পারমাণবিক যুদ্ধের ‘ব্যাপক ঝুঁকির’ মুখে বিশ্ব: আইক্যান

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার ওয়েপনস (আইসিএএন) বা আইক্যান বলছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পর বিশ্ব পারমাণবিক যুদ্ধের মুখোমুখি হতে পারে। বৃহস্পতিবার আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আইক্যান বলছে, ‘আমরা ধারণা করছি এই সপ্তাহে রাশিয়া তার পূর্ণ শক্তি নিয়ে ইউক্রেনে আগ্রাসন চালাবে। এমনকি ১৯৪৫ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের মুখোমুখি হতে পারে পৃথিবী।’
হগস্টা বলেন, রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য বারবার হুমকি দিচ্ছে। যুদ্ধের কারণেও এটি ব্যবহার করা হতে পারে-এমন একটি ক্রমবর্ধমান ঝুঁকি রয়েছে।
তিনি আরও বলেন, কিছু ভুল গণনা বা হুমকির প্রতিফলন ঘটনার জন্য মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে।
তিনি বলেন, রাশিয়া যত বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে তত বেশি পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা তৈরি হবে। যা যুদ্ধের তখন একটি বড় অংশ হয়ে দাঁড়াবে। এমন কিছু না হওয়ার আগে বিশ্বকে বিষয়টি গুরত্ব সহকারে নেওয়া উচিত।
মন্তব্য করুন