শহর ছেড়ে যাওয়া ও ভালোবাসার গান নিয়ে শ্রোতা-দর্শকের মধ্যে হাজির হলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গানের শিরোনাম 'শহর ছেড়ে'। 'কাল সকালে যাবে তুমি/শহর ছেড়ে সেই অনেক দূরে/চলনা ঘুরে আসি/তুমি আমি/ফেলে আসা সেই দিনের সেই দুপুরে'- এমন কথার গানটি লিখেছেন সুলতানা নূরজাহান রোজী। সুর সংগীত করেছেন সজীব দাস।

এরই মধ্যে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ভিডিও নির্দেশনায় ছিলেন ইয়ামিন ইলান। ফাহমিদা নবী বলেন, 'শহর ছেড়ে গানটির মধ্যে নস্টালজিক ব্যাপার আছে। শহর ছেড়ে পুরোনো দিনে ফিরে যেতে চাওয়ার গল্পটা কেমন- জানতে হলে গানটা শুনতে হবে। আমার গান বলেই যে আমার ভালো লেগেছে বিষয়টি এমন নয়। সত্যিই গানের কথা ও সুর শ্রোতা-দর্শককে ভাবনার জগতে নিয়ে যাবে।'

তিনি আরও বলেন, 'সব সময় কথাপ্রধান মনকাড়া সুরের গান গাওয়ার চেষ্টা করি। শহর ছেড়ে গানটিও ঠিক তাই। রোজী আপার গানের কথার মাঝে নিজেকে ফিরে পাই বারবার। শ্রোতারা গানটি শুনেছেন জেনে ভালো লাগছে।'

এ ছাড়া ফাহমিদা নবীর সর্বশেষ ভাষার মাসের জন্য একটি গান গেয়েছেন। 'একুশ আমার' শিরোনামের গানটি লিখেছেন গোলাম মোরশেদ। সুর সংগীত করেছেন সজীব দাস। নতুন নতুন গান রেকর্ডের পাশাপাশি উপস্থাপনাও করছেন ফাহমিদা নবী। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল বাংলাভিশনের 'সুরের আয়না' অনুষ্ঠান উপস্থাপনায়।