- বাংলাদেশ
- মালয়েশিয়ার বাজেট: 'ধনীদের' কাছে কর সহায়তা আহ্বান আনোয়ারের
মালয়েশিয়ার বাজেট: 'ধনীদের' কাছে কর সহায়তা আহ্বান আনোয়ারের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম 'ধনীদের'কে জীবনযাত্রার সংকট নিরসনে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। শুক্রবার তিনি 'ধনীদের' শেয়ার মুনাফা, বিলাসবহুল ঘড়ি, ভ্যাপের ওপর আরোপিত করের সঙ্গে জীবনযাত্রার ব্যয় সংকট নিরসনে সাহায্য করতে আহ্বান জানান। যেখানে তিনি গরীবদের নগদ অর্থ উপহার দিচ্ছেন এবং মধ্যম আয়ের মানুষদের আয়কর কমিয়ে দিচ্ছেন।
মালয়েশিয়া মূল্যস্ফীতির চাপ, অব্যাহতভাবে রিঙ্গিতের মান কমে যাওয়া এবং বয়স্ক হতে শুরু করেছে-এমন জনসংখ্যার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে এবং করোনা মহামারির কারণে পণ্যের মূল্যবৃদ্ধির কারণে দেশটি অর্থনৈতিকভাবে ধসে পড়ছে এবং নিম্ন আয়ের মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। খবর উইক ইন এশিয়ার
প্রতিবেদনে বলা হয়, মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করা মানুষদের সাহায্য করতে সরকার ৮৭ বিলিয়ন মার্কিন ব্যয় করবে।
অন্যদিকে ধনীদের জন্য বিলাসবহুল পণ্য এবং মূলধনের ওপর উচ্চ কর আরোপ করা হবে। এমনকি ই-সিগারেটের ওপরও স্বাস্থ্য পরিষেবার তহবিলের জন্য কর আরোপ করা হবে।
এছাড়া বাজেটে মালয়েশিয়া সরকার ২০২৪ সাল থেকে শুরু হতে যাওয়া কোম্পানিগুলির ওপর কম হারে কর চালু করার পরিকল্পনা করেছে।
আনোয়ার দেশটির অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, 'বিলাসবহুল সকল পণ্যের ওপর সঠিকভাবে কর নির্ধারণ করতে।'
মন্তব্য করুন