- বাংলাদেশ
- এক বন্ড লাইসেন্সের অধীনে শুল্কমুক্ত আমদানি সুবিধা পাবে ৩ পোশাক কারখানা
এক বন্ড লাইসেন্সের অধীনে শুল্কমুক্ত আমদানি সুবিধা পাবে ৩ পোশাক কারখানা

প্রতীকী ছবি
এক বন্ড লাইসেন্সের অধীনে শুল্কমুক্ত আমদানি সুবিধা পাবে সর্বোচ্চ তিনটি পোশাক কারখানা। তিন কারখানা পৃথক স্থানে থাকলেও বন্ড সুবিধা পেতে কোনো বাধা নেই। সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতদিন এক বন্ড লাইসেন্সের অধীনে সর্বোচ্চ দুটি কারখানার জন্য শুল্কমুক্ত আমদানি সুবিধা পাওয়া যেত।
জানা গেছে, পোশাক খাতের বড় গ্রুপগুলোর অধীন অনেক কারখানা থাকে। দুটির বেশি কারখানার জন্য বন্ড লাইসেন্স সুবিধা না থাকায় শুল্ক্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানিতে সমস্যা ছিল। এ অসুবিধা দূর করতে দীর্ঘদিন ধরে এনবিআরের সঙ্গে আলোচনা করে আসছে তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। এর পরিপ্রেক্ষিতে রপ্তানি বাণিজ্যের প্রসার এবং তৈরি পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এনবিআরের পক্ষ থেকে সিদ্ধান্তটি নেওয়া হয়। গত ১২ ফেব্রুয়ারি থেকে সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এনবিআরের কাস্টমস বিভাগের রপ্তানি ও বন্ড শাখার জারি করা সাধারণ আদেশে বলা হয়, একই বন্ড লাইসেন্সের আওতায় সর্বোচ্চ তিনটি স্থানে অবস্থিত চলমান তিনটি কারখানার জন্য বন্ড লাইসেন্সের সুবিধা প্রযোজ্য হবে।
মন্তব্য করুন