প্রবাসী কল্যাণ ব্যাংক আয়োজিত অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা সম্প্রতি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটিতে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।

এ ছাড়া ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নূর আলম সরদার, উপমহাব্যবস্থাপক মো. হারুন অর রশীদ, সহকারী মহাব্যবস্থাপক ও চট্টগ্রাম অঞ্চলের অঞ্চলপ্রধান, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান শাখার ব্যবস্থাপকরা এবং রাঙামাটি জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের অফিস প্রধানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।