দশ দিনের ব্যবধানে রাজধানীর কড়াইল বস্তিতে আবারও আগুন লেগেছে। গতকাল রোববার বিকেলের এই আগুনে অন্তত অর্ধশত ঘর পুড়েছে। তবে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ১৭ ফেব্রুয়ারি এই বস্তিতে আগুন লেগে ১০-১২টি ঘর পুড়েছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে কড়াইলের বেলতলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই পর্যায়ক্রমে ৯টি ইউনিট সেখানে যায়। বিকেল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলতলা বস্তির দুইতলা একটি বাড়ির নিচতলায় আগুন লাগে। প্রথমে বাসিন্দারা নেভানোর চেষ্টা করেন। তবে নেভাতে না পারায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরের আসবাব বের করতে পারেননি বাসিন্দারা। ঘর পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়েছে অর্ধশত পরিবার। কারও কারও দুটি ঘরও ছিল।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ঘনবসতি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে ৫০-৬০টি ঘর পুড়ে গেছে।

মৌচাকে আগুন: এদিন বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর মৌচাকে একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ১৪ তলা মৌচাক টাওয়ারের সাততলায় আগুন লাগে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।