পবিত্র রমজান মাসে সাহ্‌রি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। এ তালিকা শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য বলে জানিয়েছে ফাউন্ডেশন। 

জানানো হয়েছে, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সাহ্‌রি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।


ইসলামিক ফাউন্ডেশন, আগামী ২৪ মার্চ থেকে রমজান মাসের শুরু হতে পারে। তবে ১ রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলে ইসলামিক ফাউন্ডেশনের তালিকায় জানানো হয়েছে।