
আলোচনা পর্বে বিজ্ঞান নিয়ে কথা বলেন আয়োজক ও অতিথিরা
বরিশাল অঞ্চলের উৎসবের ভেন্যু ছিল পটুয়াখালী সরকারি মহিলা কলেজ। সকাল পৌনে ১০টায় উদ্বোধন অনুষ্ঠানের নির্ধারিত সময় থাকলেও সাড়ে ৮টার মধ্যে শিক্ষার্থীরা পৌঁছে অনুষ্ঠানস্থলে। কেউ আসে বাবা-মার হাত ধরে, আবার কেউ আসে শিক্ষাগুরুর হাত ধরে। মুহূর্তের কলেজ প্রাঙ্গণ খুদে শিক্ষার্থীদের কলরবে মুখর হয়ে ওঠে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষানুরাগী আজমত গ্রুপের চেয়ারম্যান ড. মো. আতহার উদ্দিন সিআইপি। এ সময় বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের (বিডিবিও) পতাকা উত্তোলন করেন বরিশাল অঞ্চলের অলিম্পিয়াড উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. জাফর আহমেদ এবং সমকালের পতাকা উত্তোলন করেন সমকালের জেলা প্রতিনিধি ও অলিম্পিয়াড উদযাপন কমিটির সদস্য সচিব মুফতী সালাহউদ্দিন।
এ বছর ৫৯৮ শিক্ষার্থী বরিশাল অঞ্চলের অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করে। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে ১৬৪, সেকেন্ডারি ক্যাটাগরিতে ৩৪৭ ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ৮৭ শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৫৫৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। উদ্বোধন অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নির্ধারিত পরীক্ষা কক্ষে প্রবেশ করে এবং খুদে বিজ্ঞানীরা এক ঘণ্টার মেধা যাচাইয়ের লড়াইয়ে অংশ নেয়। এরপর শিক্ষার্থীদের বিনোদনের জন্য চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিডিবিও বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের হর্টিকালচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুব রব্বানী, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেজবাহ উদ্দিন সাগর ও পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মালেক। এ ছাড়া উপস্থিত ছিলেন অলিম্পিয়াড উদযাপন কমিটির সদস্য সহযোগী অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডালিয়া সুলতানা, প্রভাষক জহিরুল ইসলাম, সিনিয়র আহসান কবির মোল্লা, জ্যেষ্ঠ শিক্ষক উত্তম কুমার সোমাদ্দার, জ্যেষ্ঠ শিক্ষক রেশমা আক্তার, জেলা সুহৃদ উপদেষ্টা কবি ও সাহিত্যিক গাজী হানিফ, সৈয়দ আব্দুল ওয়াদুদ, বাবুল চন্দ্র হাওলাদার, সোনিয়া কর্মকার, সুহৃদ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি পলাশ চন্দ্র হাওলাদার, সহসভাপতি সাইয়ারা আফিয়া ঝুমুর, সাধারণ সম্পাদক মাহবুবা হক মেবিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুবিনা রুবি। উৎসবে ১০৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে ৩০, সেকেন্ডারি ক্যাটাগরিতে ৫৪ জন এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ২৫ জন বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
সুহৃদ, পটুয়াখালী
এ বছর ৫৯৮ শিক্ষার্থী বরিশাল অঞ্চলের অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করে। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে ১৬৪, সেকেন্ডারি ক্যাটাগরিতে ৩৪৭ ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ৮৭ শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৫৫৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। উদ্বোধন অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নির্ধারিত পরীক্ষা কক্ষে প্রবেশ করে এবং খুদে বিজ্ঞানীরা এক ঘণ্টার মেধা যাচাইয়ের লড়াইয়ে অংশ নেয়। এরপর শিক্ষার্থীদের বিনোদনের জন্য চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিডিবিও বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের হর্টিকালচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুব রব্বানী, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেজবাহ উদ্দিন সাগর ও পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মালেক। এ ছাড়া উপস্থিত ছিলেন অলিম্পিয়াড উদযাপন কমিটির সদস্য সহযোগী অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডালিয়া সুলতানা, প্রভাষক জহিরুল ইসলাম, সিনিয়র আহসান কবির মোল্লা, জ্যেষ্ঠ শিক্ষক উত্তম কুমার সোমাদ্দার, জ্যেষ্ঠ শিক্ষক রেশমা আক্তার, জেলা সুহৃদ উপদেষ্টা কবি ও সাহিত্যিক গাজী হানিফ, সৈয়দ আব্দুল ওয়াদুদ, বাবুল চন্দ্র হাওলাদার, সোনিয়া কর্মকার, সুহৃদ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি পলাশ চন্দ্র হাওলাদার, সহসভাপতি সাইয়ারা আফিয়া ঝুমুর, সাধারণ সম্পাদক মাহবুবা হক মেবিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুবিনা রুবি। উৎসবে ১০৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে ৩০, সেকেন্ডারি ক্যাটাগরিতে ৫৪ জন এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ২৫ জন বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
সুহৃদ, পটুয়াখালী
মন্তব্য করুন