কার্ডের মাধ্যমে ওএমএসের খাদ্যপণ্য বিক্রি হলে দুর্নীতির নতুন জায়গা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। মানুষ চাল কিনতে পারে না। এখন আবার সরকার ওএমএস কার্যক্রম বন্ধ করে দেবে এবং তারা কার্ডের মাধ্যমে চাল বিক্রি করতে চায়। কার্ডের মাধ্যমে নিত্যপণ্য বিক্রি হলে দুর্নীতির আরেকটা জায়গা খুলবে।

মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীকে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, সরকার তো স্বীকারই করতে চায় না দেশে অর্থনৈতিক সংকট চলছে, মূল্যস্ফীতি চরম আকার ধারণ করেছে। জনদুর্ভোগের মধ্যেও সরকার উৎসব শুরু করছে। জনগণের প্রতি দায়দায়িত্ব নেই বলে তারা এটা করছে। কিশোরগঞ্জে রাষ্ট্রপতির এলাকায়ও তারা উৎসব অনুষ্ঠান করছে। 

বিভিন্ন প্রকল্প নিয়ে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার বিদ্যুৎ চুক্তি করেছে ভারতের আদানি গ্রুপের সঙ্গে। দেশি-বিদেশি বিশ্লেষকরা বলছেন, এটা অপ্রয়োজনীয় চুক্তি, অসম চুক্তি। এই চুক্তিতে বাংলাদেশকে শুধু পয়সাই দিতে হবে, বাংলাদেশ বেশি লাভ পাবে না। এ ধরনের চুক্তির মাধ্যমে, এ ধরনের প্রকল্পের মাধ্যমে তারা সম্পদ লুট করেছে, বিদেশে সম্পদ গড়ছে। 

খালেদা জিয়ার মুক্তির দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সম্পূর্ণরূপে মুক্ত হওয়ার পরই খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার প্রসঙ্গ আসবে। আগে মুক্তি, তার পর অন্যকিছু। 

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আবদুল মুনায়েম মুন্না, জ্যেষ্ঠ সহসভাপতি মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, জাকির হোসেন নান্নু, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সাঈদ ইকবাল টিটু, আসাদুজ্জামান পলাশসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।