- বাংলাদেশ
- আবাসনে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ চায় রিহ্যাব
আবাসনে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ চায় রিহ্যাব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা। ফাইল ছবি
আবাসন খাতে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এই দাবি জানায় সংগঠনটি।
রিহ্যাবের প্রস্তাব প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ প্রতিবছর দেওয়া সম্ভব নয়। এর ফলে অর্থনীতিতে অনবরত কালো টাকা তৈরি হতে পারে, যা দেশের জন্য ভালো নয়।
এনবিআরের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় আরও অংশ নেয় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা), বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ), বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)।
জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর অনুরোধ জানান বারভিডার সভাপতি মো. হাবিব উল্লাহ ডন। এ ছাড়া তিনি শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদিতে বহুল ব্যবহৃত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানান। এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, আমদানিনির্ভরতা কমাতে দেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করতে পারেন ব্যবসায়ীরা। দেশকে উন্নত করতে হলে কর-জিডিপি অনুপাত বাড়াতে হবে।
বিসিএমইএ নেতারা বলেন, বর্তমানে দেশীয় টাইলস উৎপাদনে ১৫ শতাংশ ও স্যানিটারি পণ্য উৎপাদনে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আছে। এই শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা দরকার।
বিটিএ তাদের প্রস্তাবে নন-বন্ড ট্যানারির ক্ষেত্রে আমদানি শুল্ক পাঁচ শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ, ভ্যাটের হার ১৫ শতাংশের পরিবর্তে সাড়ে সাত শতাংশ এবং রপ্তানি প্রণোদনার ওপর বিদ্যমান ১০ শতাংশ উৎসে করের পরিবর্তে তিন শতাংশ করার দাবি জানায়।
মন্তব্য করুন