- বাংলাদেশ
- তামাক নিয়ন্ত্রণ আইন পাসে এমপিদের ভূমিকা রাখার আহ্বান
তামাক নিয়ন্ত্রণ আইন পাসে এমপিদের ভূমিকা রাখার আহ্বান

তামাক ব্যবহারের ফলে মানুষ হৃদরোগ, স্ট্রোক ও ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিদিন তামাক ব্যবহারজনিত রোগে ৪৪৪ জন মারা যান। তাই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রস্তাবিত খসড়া তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাসে সংসদ সদস্যদের ইতিবাচক ভূমিকা রাখা প্রয়োজন।
‘প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের আগেই তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে গণমাধ্যমের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে আজ বুধবার এমপিদের প্রতি এই আহ্বান জানান বক্তারা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুর্যাল পুওর (ডরপ)।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ বলেন, জনগণের কাছে যেহেতু গণমাধ্যমই দ্রুততম সময়ে পৌঁছে, তাই আইনটির পক্ষে জনমত প্রভাবিত করতে গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ আলম বলেন, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তামাক যে ক্ষতি করছে তা নিরোধে খসড়া তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাস হওয়া জরুরি।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এন আই ভূঁইয়া বলেন, ধূমপান ও তামাক ব্যবহারের পক্ষে তামাক কোম্পানিগুলোর প্রচারণা বন্ধ করতেই হবে।
ডরপের নির্বাহী উপদেষ্টা আজহার আলী তালুকদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিড়ি শ্রমিক ও যুব ফোরামের সদস্যরা।
মন্তব্য করুন