- বাংলাদেশ
- পতাকা উত্তোলন দিবসের ইতিহাস বিকৃতির চেষ্টায় আ স ম রব: মুক্তিযুদ্ধ মঞ্চ
পতাকা উত্তোলন দিবসের ইতিহাস বিকৃতির চেষ্টায় আ স ম রব: মুক্তিযুদ্ধ মঞ্চ

জেএসডির নেতা আ স ম আব্দুর রব ঐতিহাসিক ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবসের ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। ঐতিহাসিক ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত পতাকা সমাবেশ কর্মসূচিতে বক্তারা এমন অভিযোগ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় পতাকা সমাবেশ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিম সন্টু, বিশিষ্ট ভাস্কর্য শিল্পী রাশা, সহ-সভাপতি ফিরোজ মাহমুদ সুজন প্রমুখ।
অজয় দাশ গুপ্ত বলেন, 'ঐতিহাসিক ২ মার্চ পতাকা উত্তোলনের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র চলছে। জেএসডির আ স ম আব্দুর রব বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে সেদিন পতাকা উত্তোলন করেছিলেন। পতাকা উত্তোলনের প্রথম কৃতিত্ব বাংলাদেশ ছাত্রলীগের, ব্যক্তি আ স ম আব্দুর রবের নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে লাল-সবুজের পতাকা উত্তোলন করে মুক্তিযুদ্ধের সংগ্রাম বেগবান করেছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের উচিত ঐতিহাসিক ২ মার্চ পতাকা উত্তোলন দিবসকে সাংগঠনিকভাবে সমগ্র দেশে উদযাপন করা। নতুন প্রজন্মকে পতাকা উত্তোলন দিবসের সঠিক ইতিহাস জানানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।'
সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, 'একটি দেশ, একটি পতাকা ও একটি জাতি। সবক'টিই যেন পরিপূরক হিসেবে কাজ করে। সেই সঙ্গে একটি জাতির প্রতীকী চরিত্রের জন্ম দেয় একটি পতাকা। পতাকা উত্তোলনই ছিল মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস। আজ সেই ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালে আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ বাংলাদেশ ছাত্রলীগ সেদিন পতাকা উত্তোলন করেছিল। তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব ছাত্রলীগের পক্ষ থেকে পতাকা উত্তোলন করলেও সাম্প্রতিক সময়ে জেএসডির আ স ম আব্দুর রব ব্যক্তিগত কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। পতাকা উত্তোলন দিবসের ইতিহাস জেএসডির আ স ম আব্দুর রব বিকৃতি করে বঙ্গবন্ধু ও ছাত্রলীগের অবদানকে অবমূল্যায়ন করার চেষ্টা করছেন, যা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কখনোই মেনে নেবে না। নতুন প্রজন্মকে পতাকা উত্তোলন দিবসের সঠিক ইতিহাস জানানোর উদ্যোগ নিতে হবে। জেএসডির আ স ম আব্দুর রবকে পতাকা উত্তোলনের ব্যক্তিগত কৃতিত্ব নিতে দেবে না এদেশের তরুণ প্রজন্ম। বাংলাদেশ ছাত্রলীগের কৃতিত্ব ও অবদান সঠিকভাবে তুলে ধরতে হবে। ঐতিহাসিক ২ মার্চ পতাকা উত্তোলন দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।'
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, 'ঐতিহাসিক ২ মার্চ পতাকা উত্তোলনের ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন জেএসডির আ স ম আব্দুর রব। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সকল ষড়যন্ত্র রুখে দেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। ঐতিহাসিক ২ মার্চ পতাকা উত্তোলনের সকল কৃতিত্ব বাংলাদেশ ছাত্রলীগের, জেএসডি বা ব্যক্তি আ স ম আব্দুর রবের নয়। ছাত্রলীগকে তাদের কৃতিত্ব ও অবদান সমগ্র দেশে তুলে ধরতে হবে। কিন্তু ছাত্রলীগ এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে, যা অত্যন্ত দুঃখজনক। ছাত্রলীগের নিকট প্রত্যাশা, আগামী বছর থেকে ঐতিহাসিক ২ মার্চ পতাকা উত্তোলন দিবসকে সাংগঠনিকভাবে উদযাপন করবে বাংলাদেশ ছাত্রলীগ।'
মন্তব্য করুন