- বাংলাদেশ
- পাবনায় অপহৃত ব্যক্তি গোয়ালন্দের পদ্মার চর থেকে উদ্ধার
৯৯৯-এ কল
পাবনায় অপহৃত ব্যক্তি গোয়ালন্দের পদ্মার চর থেকে উদ্ধার

ফাইল ছবি
জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন কলে পাবনা থেকে অপহৃত ব্যক্তিকে গোয়ালন্দের পদ্মার চর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবার এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সেখানে বলা হয়, পাবনার আমিনপুর উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের যোধপুর থেকে তাঁর ভাইকে কিছু অজ্ঞাত ব্যক্তি ২৮ ফেব্রুয়ারি অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে তাঁরা খবর পেয়েছেন তাঁর ভাইকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর কোন একটি চরে আটকে রাখা হয়েছে। এমন তথ্য জানিয়ে নজরুল ইসলাম নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করেন ১ মার্চ রাত সাড়ে এগারোটায়। তিনি তাঁর ভাইকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।
৯৯৯ কলটেকার কনস্টেবল এএসএম ফয়সাল কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল ফয়সাল তাৎক্ষণিকভাবে গোয়ালন্দ থানা এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ ডিস্পাচার এস আই জুয়েল হোসেন সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশী তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে গোয়ালন্দ নৌ পুলিশের একটি দল প্রায় দুই ঘণ্টা পদ্মা নদীর মাঝে বিভিন্ন চরে অভিযান চালিয়ে দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটের ৫ কিমি পূর্বে পদ্মা নদীর মাঝখানের একটি চর থেকে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে ভিকটিম রজব আলীকে (৪২) উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে পরবর্তীতে তাকে তার আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জনাব জে এম সিরাজুল কবীর ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।
মন্তব্য করুন