খানজাহান আলী বিমানবন্দর চালু এবং শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন খুলনা ও বরিশালের ব্যবসায়ীরা। পাশাপাশি সার চার্জ সহনীয় পর্যায়ে রাখাসহ রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হন, সেদিকে দৃষ্টি রাখার অনুরোধ জানান তাঁরা। 

বৃহস্পতিবার খুলনা ও বরিশাল চেম্বার অব কমার্স এবং দুই বিভাগের ব্যবসায়ী নেতাদের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৩-২৪ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীরা এসব দাবি জানান। 

খুলনা নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক। প্রধান অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (কর নীতি) ড. সামস উদ্দিন আহমেদ ও সদস্য (মূসক নীতি) জাকিয়া সুলতানা।

সভায় উপস্থিত ছিলেন খুলনা কর অঞ্চলের কমিশনার মো. সিরাজুল করিম, কর আপিল অঞ্চল খুলনা কমিশনার তৌহিদুল ইসলাম, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহম্মদ জাকির হোসেন ও মোংলা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান।