অবশেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যকরী কমিটির ২০২৩-২০২৪ সেশনের নির্বাচন পরিচালনার জন্য ঐকমত্যের ভিত্তিতে উপকমিটি গঠন করা হয়েছে। পুনর্গঠিত নতুন উপকমিটির আহ্বায়ক করা হয়েছে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরীকে। বৃহস্পতিবার সমিতির সম্পাদক আবদুন নুর দুলাল স্বাক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। উপকমিটির সদস্যরা হলেন মো. মনিরুজ্জামান, মোহাম্মদ ইলিয়াস ভূঁইয়া, মোক্তার কবির খান, মোহাম্মদ আশরাফ-উজ-জামান খান, আসাদুজ্জামান মনির ও গোলাম মোস্তফা তারা।

এর আগে সুপ্রিম কোর্ট বার নির্বাচন পরিচালনা প্রশ্নে পৃথক উপকমিটি ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতদের শীর্ষ নেতৃবৃন্দ থেকে। উদ্ভূত পরিস্থিতিতে জ্যেষ্ঠ আইনজীবীরা বৈঠক করেন। বৈঠকে ঐকমত্যে আসার পর গতকাল পুনর্গঠিত উপকমিটি ঘোষণা করা হয়।

আগামী ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট বার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামী লীগের সাদা প্যানেল) প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি রাতে সাদা প্যানেলের মনোনয়ন বোর্ডের সভা শেষে ১৪টি পদের বিপরীতে সরকার সমর্থকদের এ প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

সভাপতি পদে সমিতির বর্তমান সভাপতি মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে বর্তমান সম্পাদক আবদুন নুর দুলালকে ফের মনোনয়ন দেওয়া হয়েছে। দুই সহসভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ পদে মাসুদ আলম চৌধুরী এবং দুই সহসম্পাদক পদে এবিএম নুরে আলম (উজ্জ্বল) ও এম হারুন উর রশিদকে মনোনয়ন দেওয়া হয়। বাকি সাত সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্র, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, দেলোয়ার হোসেন ও মনিরুজ্জামান রানাকে।

তবে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এখনও তাদের প্রার্থিতা ঘোষণা করেনি।

বিষয় : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ঐকমত্যের ভিত্তিতে উপকমিটি

মন্তব্য করুন