- বাংলাদেশ
- আমারল্যাবে স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ
আমারল্যাবে স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ
উদ্ভাবনী প্রযুক্তি সমাধানের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্টার্টআপ আমারল্যাবে বিনিয়োগের ঘোষণা দিয়েছে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম স্টার্টআপ বাংলাদেশ। এই বিনিয়োগ বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেমের প্রচার এবং গুরুত্বপূর্ণ সামাজিক চ্যালেঞ্জ সমাধানে কাজ করা প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলোকে সহায়তার জন্য সরকারের প্রচেষ্টার অংশ। প্রি-সিড রাউন্ডে ১ কোটি টাকা বিনিয়োগের জন্য গত বুধবার ঢাকায় প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি সই হয়েছে।
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং আইসিটি বিভাগের সচিব মো. শামসুল আরেফিনের উপস্থিতিতে স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ ও আমারল্যাবের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তাজীন শাদীদ চুক্তিতে সই করেন। এ সময় স্টার্টআপ বাংলাদেশের হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ আরিফ এবং আমারল্যাবের সহপ্রতিষ্ঠাতা ড. ইশতিয়াক জাহিদ উপস্থিত ছিলেন।
চুক্তির বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমারল্যাবের মতো সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগ করছে স্টার্টআপ বাংলাদেশ, যেটি স্বাস্থ্য খাতে যুগোপযোগী পরিবর্তন আনতে পারে।
মন্তব্য করুন