- বাংলাদেশ
- শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের সমাপনী অনুষ্ঠিত
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের সমাপনী অনুষ্ঠিত

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান।
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী গতকাল শনিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের কো-চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সমাপনী বক্তব্যে সেনাপ্রধান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও আধুনিক কাঠামোতে রূপান্তরিত করতে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি ১৯৭২ সালে গঠন করেন ‘ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা’। সে সময় একে একে গড়ে ওঠে সাঁতার, হকি, ভলিবল, অ্যাথলেটিকস ও টেনিস ফেডারেশন।
তিনি বলেন, সরকার ক্রীড়াঙ্গনের সম্প্রসারণ এবং খেলাধুলার মানোন্নয়নে অনেক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। দেশের তৃণমুল পর্যায় থেকে তরুণ প্রতিভাবানরা যাতে প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেজন্য সরকার জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা, কর্মসূচি ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনার সার্বিক নির্দেশনায় যুব গেমস সুসম্পন্ন হয়েছে। আইএসপিআর।
মন্তব্য করুন