বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ) সিলেট-এর ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। 

২ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রমের প্রথম ধাপে বিনামূল্যে ঘরে বসে আবেদন করা যাচ্ছে। প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৫ হাজার শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন। 

স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে সরাসরি ‘https://joinarmyiba.com/applynow’- এ করা যাবে ভর্তি আবেদন। ৪ বছরের এ প্রোগ্রামে যে কোনো বিভাগ থেকে এইচএসসি বা সমমান অথবা জিসিই এ-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 

প্রথম ধাপে বাছাই করা আবেদনকারীদের মধ্যে লিখিত এবং মৌখিক ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিতদের পরবর্তী ধাপের বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ কাইজার হোসাইন বলেন, বদলে যাওয়া বিশ্বে ব্যবসায়ের নতুন ধারায় যোগ্য নেতৃত্ব গড়ে তোলার দিকেই গুরুত্ব দিচ্ছে আর্মি আইবিএ সিলেট। সামরিক বাহিনীর অন্যান্য স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই আর্মি আইবিএ শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও সহপাঠ কার্যক্রমের মাধ্যমে স্মার্ট উদ্যোক্তা তৈরির প্রয়াস চালিয়ে যাচ্ছে। 

বিস্তারিত তথ্যের জন্যে ‘https://joinarmyiba.com’- এ ভিজিট করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।