- বাংলাদেশ
- জনবান্ধব ভূমি সেবায় সুশাসন নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
জনবান্ধব ভূমি সেবায় সুশাসন নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে এ খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার দেশে টেকসই ভূমি ব্যবস্থা বাস্তবায়ন করতে কাজ করছে।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ১৩৩তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি সচিব মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, মানুষকে কষ্ট দিবেন না, আপনার আউট অফ দ্যা বপ চিন্তা করতে হবে। মানসিকতা বদলাতে হবে। কর্তব্য পালনে সচেতন হতে হবে এবং মানুষকে কীভাবে উত্তম সেবা দেওয়া যায় সেটা আপনাদের চিন্তা-ভাবনায় থাকতে হবে। ভূমি খাতে সুশাসন নিশ্চিতে যার যার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার তাগিদও দেন তিনি।
বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন, পুলিশ ক্যাডার এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৭০ জন কর্মকর্তা ছয় সপ্তাহের এ প্রশিক্ষণে অংশ নেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) থেকে সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণটি দেওয়া হয়।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান একেএম শামিমুল হক ছিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
মন্তব্য করুন