- বাংলাদেশ
- উদীচী ট্র্যাজেডি দুই যুগেও শনাক্ত হয়নি ঘাতক, ঝুলে আছে মামলার বিচার
উদীচী ট্র্যাজেডি দুই যুগেও শনাক্ত হয়নি ঘাতক, ঝুলে আছে মামলার বিচার

ফাইল ছবি
যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার মধ্য দিয়ে দেশে প্রথম জঙ্গি হামলা হয়। দুই যুগেও শনাক্ত হয়নি নৃশংস সেই ঘটনার ঘাতকরা। ফলে বিচারের মুখোমুখি করা যায়নি জড়িতদের। উচ্চ আদালতে আপিল শুনানিতে ঝুলে আছে মামলার বিচার কার্যক্রম। জড়িতদের বিচার কার্যক্রম কবে শুরু হবে, জানে না কেউ। যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রতি বছরই বলছেন, তাঁরা উদ্যোগ নিচ্ছেন মামলার আপিল শুনানি শুরু করার।
১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলা চালানো হয়। বোমার আঘাতে শিল্পীসহ ১০ জন নিহত এবং আড়াই শতাধিক মানুষ আহত হন। নিহত ব্যক্তিরা হলেন– নূর ইসলাম, নাজমুল হুদা, সন্ধ্যা রানী ঘোষ, ইলিয়াস মুন্সী, শাহ আলম বাবুল, বাবুল সূত্রধর, শাহ আলম, বুলু, রতন রায় ও রামকৃষ্ণ। দীর্ঘদিনেও বিচার না হওয়ায় হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের দীর্ঘশ্বাস বাড়ছে।
যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম ইদ্রীস আলী বলেন, উদীচী হত্যা মামলাটি উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। আমরা উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আদালত আশ্বাস দিয়েছিলেন মামলাটির যাতে দ্রুত শুনানি হয়, সেই পদক্ষেপ নেবেন। তবে এখনও শুনানি শুরু হয়নি।
উদীচী ট্র্যাজেডিতে এক পা হারানো সুকান্ত দাস বলেন, ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ সরকারের আমলে। পরবর্তী সময়ে সেই আওয়ামী লীগ আরও চারবার ক্ষমতায় এসেছে। কিন্তু এত বছরেও হত্যাকাণ্ডের বিচার হলো না। আমরা স্বাধীনতার পক্ষের শক্তির কথা বলি। সেই স্বাধীনতার পক্ষের সরকার ক্ষমতায় থাকতেও যখন বিচার হয় না, তখন খুব কষ্ট লাগে। সরকারের সদিচ্ছা থাকলে উদীচী ট্র্যাজেডির বিচার হবে বলে মনে করেন তিনি।
উদীচীর সম্মেলনে সেই বোমা হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়। তদন্ত শেষে ওই বছরের ১৪ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। পরবর্তী সময়ে অভিযোগ গঠনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তরিকুল ইসলামকে এ মামলা থেকে অব্যাহতি দেন হাইকোর্ট। ২০০৬ সালের ৩০ মে মামলার রায়ে সব আসামিকে বেকসুর খালাস দেন যশোরের বিচারিক আদালত।
রায়ে বলা হয়, সিআইডির ত্রুটিপূর্ণ অভিযোগপত্রের কারণে খালাস পেয়ে যায় সব আসামি। পরে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে মামলাটি পুনরুজ্জীবিত হলেও আপিল শুনানি শুরু হয়নি। বিচারের এই দীর্ঘ বিড়ম্বনায় ক্ষুব্ধ যশোরের মানুষ। দ্রুত এ মামলার কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে উদীচী ট্র্যাজেডির দুই যুগপূর্তিতে গত শনিবার থেকে যশোরে তিন দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। আজ সোমবার বিকেলে টাউন হল ময়দানে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ, শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, প্রতিবাদী মিছিল, আলোচনা সভা ও মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।
মন্তব্য করুন